Rohit Sharma's retirement from IPL: মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন। এবং আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ওভারেই আউট হয়ে যান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার বলে শূন্য রানে আউট হওয়া রোহিত শনিবার একটি চারের মাধ্যমে নিজের খাতা খুলেছিলেন এবং এরপর আরেকটি বাউন্ডারি মারেন। তবে ১৯৭ಌ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিনি শুরুতে বড় ইনিংস খেলত ব্যর্থ হলেন।
প্রথম ওভারের চতুর্থ বলেই আউট হয়ে যান এবং আবারও মুম্বই ইন্ডিয়ান্সকে শুরুতেই চাপে ফেলে দেন। তবে এবার তিনি স্কোর বোর্ডে ৮ রান যোগ করেছিলেন। মহম্মদ সিরাজ দুটো চার হজম করার পরেই দুর্দান্তভাবে ফিরে আসেন এবং এক অসাধারণ ডেলিভারি༺তে রোহিতের ব্যাট ও প্যাডের মধ্যকার ফাঁক দিয়ে বল প্রবেশ করিয়ে স্টাম্প উড়িয়ে দেন।
আইপিএলের ইত꧅িহাসে এটিই প্রথমবার ছিল, যখন সিরাজ রোহিতকে আউট করলেন। এদিকে, আইপিএলে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়কের এই বাজে ফর্ম ভক্তদের একেবারেই সন্তুষ্ট করতে পারেনি। এই ইনিংসে পরে এক ভক্ত লিখেছেন, ‘কী দুর্দান্ত বল সিরাজ ভাই... রোহিত শর্মার উচিত মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে বেঞ্চে না বসিয়ে দেওয়ার আগেই যেন তিনি আইপিএল থেকে অবসর নিয়ে নেন!’
আরও পড়ুন … ভিডিয়ো: চুপ করে থাক… মাঠের মধ্যেই সাই কিশোরের সঙ্গে হার্দিক পাꩵন্ডিয়ার ঝামেলা
এক ভক্ত আবার রোহিতকে তাঁর পুরনো কথা মনে করিয়ে দেন। চ্যা𒈔ম্পিয়ন্স ট্রফিতে সিরাজকে বাদ দিয়ে রোহিত বলেছিলেন, ‘মহম্মদ সিরাজ কার্যকর নন।’ এদিন রোহিতের উইকেটের ভিডিয়ো পোস্ট করে ভক্তেরা লেখেন, ‘রোহিত শর্মা - ডিএসপি মহম্মদ সিরাজ কার্যকর নন।’
আরও পড়ুন … IPL 2025: আ♏মাদের লক্ষ্য খুবই পরিষ্কার: ম্যাচের আগে ইয়ান বিশপকে কী বলেছিলেন হার্দিক ജপান্ডিয়া?
পরপর দুটি ব্যর্থ ইনিংস রোহিতের উপর কিছুটা চাপ সৃষ্টি করেছে, যিনি অনেক আত্মবিশ্বাস নিয়ে এই টুর্নামেন্টে এসেছিলেন, কারণ তিনি ভারতের জাতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে নেতৃত্ব দিয়েছিলেন। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে তিনি একটি গুরুত্বপূর্ণ অর্ধশতক করেছিলেন, কিন্তু আইপিএল ২০২৫-এর প্রথম দুটি ম্যাඣচে সে♑ই ফর্ম ধরে রাখতে পারেননি রোহিত শর্মা।
আরও পড়ুন … ISL 2🥂024-25: মুম্বই সিটিকে ৫-০ উড়িয়ে আইএসএল𓆉-এর প্লে-অফে ইতিহাস গড়ল সুনীলদের বেঙ্গালুরু