শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটা মিরাকেল ঘটিয়েই তৃতীয় টি২০ ম্যাচ জিতে নিয়েছে ভারত। হারের আকস্মিকতা মেনে নিতে পারছেন না শ্রীলঙ্ক🌱া দলের কোচ, অধিনায়ক। ১৫.১ বল পর্যন্ত উইকেটে ছিলেন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা, ছিল ১০২ রান। এরপর মেন্ডিস আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের মিডল অর্ডার। রিঙ্কু সিং, সূর্যকুমার যাদবদের মতো পার্ট টাইম বোলাররা ডেথ ওভারে বোলিং করতে এসে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায়। শেষ দুই ওভারে কম রানের টার্গেট থাকলেও, তাঁরা দুই স্পিনারের বিরুদ্ধে তুলতে পারেননি। বরং শেষ দুওভারে চার উইকেট হারান, সুপার ওভারেও কেমন যেন দায়িত্বহীন ব্যাটিং করেন লঙ্কান ব্যাটাররা, যা দেশে বেজায় হতাশ তাঁদের অধিনায়ক।
আরও পড়ুন-অলিম্পিক্সে পদক জিতে মা'কে ফোন! ‘এখন ব্যস্ত🍌 আছি,পরে কল কর’, শুনতে হল সরব💯জ্যোৎকে...
দলের ব্যাটারদের ওপর হারের জন্য দায় চাপিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা বলছেন, ‘আমি খুবই হতাশ আমাদের দলের ব্যাটিং লাইন আপ নিয়ে। বিশেষ করে মিডল অর্ডার আর লেট মিডল অর্ডারের পারফরমেন্স খুব খারাপ🃏 ছিল। বাজে শট সিলেকশনই এর কারণ। স্পিনাররা বোলিং করছিল বলে হাসারাঙ্গাকে একটু ওপরের দিকে ব্য়াটিং করতে পাঠানো হয়েছিল। আমরা ওকে স্বাধীনতা দিয়েছিলাম হাত খুলে খেলতে, এবং বাউন্ডারি মারার। কিন্তু সেটা আমাদের কাজে লাগেনি। এই পিচে ভুল শট সিলেকশন মারাত্মক হতে পারত, আর সেটাই হয়েছি। এরকম পিচে ব্যাটিং করা খুব কঠিন। বিশেষ করে বল যখন পুরনো হয়ে যায়, তখন শট বাছাইয়ের ক্ষেত্রে দক্ষ হতে হয়। যা লক্ষ্যমাত্রা ছিল, সেটা অবশ্যই তাড়া করে নেওয়া সম্ভব ছিল, এখানে অজুহাত দিয়ে কোনও লাভ নেই।’
আরও পড়ুন-টি২🃏০ সিরিজ শেষে সূর্যর প্রশংসায় হার্দিক! ক্রিকেটারদের ফিটনেস 💯নিয়ে কড়া বার্তা গম্ভীরের…
লঙ্কান অধিনায়ক আরও বলছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে এর থেকে ভালো পারফরমেন্স আমাদের করতেই হবে। আম𝕴ি আশা রাখব সামনে ওডিআই সিরিজে দল ভালো পারফর্ম করবে, ব্যাটাররা টি২০ সিরিজের মতো পারফরমেন্স করবে না। আমাদের দলের প্রথম তিন বা চারজন ব্যাটার যথেষ্ট ভালো খেলেছে, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। কিন্তু বাকিদেরও ভালো পারফরমেনস করতে হবে। ’
আরও পড়ুন-বল হাতে চমক দেখানোর পর সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রিঙ্কু! পদক পেয়ে কীꦦ বললেন নাইট তারকা?
জেতা ম্যাচ য𓂃েভাবে শ্রীলঙ্কার ব্যাটাররা পরপর উইরেট খুইয়ে হেরে যায়, তা ডাগআউটে বসে বিশ্বাস করতে ✃পারছিলেন না দলের অন্তর্বর্তী কোচ তথা প্রাক্তন তারকা সনৎ জয়সূর্য। ফলে ২রা অগাস্ট থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজেও হোয়াইট ওয়াশ এড়াতে অবশ্যই ক্রিকেটারদের যথেষ্টই কড়া দাওয়াই দেওয়ার চেষ্টা করবেন তিনি।