একাধ𝕴ারে তিনি অভিনেতা, আবার পেশায় তিনি চিকিৎসক। আরজি কর আন্দোলনের সময় থেকেই সবথেকে বেশি চর্চায় উঠে এসেছিলেন যিনি, তিনি হলেন কিঞ্জল নন্দ। আবার ব্যক্তিগত জীবনে প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ নম্রতা ভট্টাচার্যকে বিয়ে করেছেন কিঞ্জল। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে।
আরজি কর আন্দোলনে সক্রিয় প্রতিবাদের মুখ হিসেবে সামনে আসার পর থেকেই কিঞ্জল নন্দকে নিয়ে নানা ধরনের কথা হয়েছে। আবার, স্বামীর পাশে থাকার কারণে ব্যক্তিগত আক্রমণেরও শিকার হন কিঞ্জলের স্ত্রী নম্রতা। যদিও সেসব বিতর্কই এখন অতীত। বর্তমানে কিঞ্জল ও নম্রতা দুজনেই কাজে ফিরেছেন। রবিবার স্ত্রী নম্রতার সঙ্গে রোম্য়ান্টিক ছবি পোস্ট করেছেন কিঞ্জল। ছবিতে স্ত্রীর কোমর ধরে তাকে কাছে টেনে নিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। তবে শুধুই ছবি পোস্ট নয়, সঙ্গে একটা ছোট্ট রোম্যান্টিক কবিতাও লিখে ফেলেছেন তিনি। এই চিকিৎসক-অভিনেতা লেখেন, ‘ভালোবেসে হেঁটে চলা, ট্রাম লাইন,শব্দেরা../জলে ওঠা আল🐎োগুলো/খাপছাড়া ,বেপরওয়া।’