ড্যান্স বাংলা ড্যান্সে মেয়ের সঙ্গেই এসেছিলেন। দুজনের জুটি দারুণ নজর কেড়েছিল দর্শকদের। এরপরই অনুরাগের ছোঁয়ায় সুযোগ পায় মেয়ে অহনা। সেখানেই মেকআপ আর্টিস্ট দীপঙ্করকে মন দিয়ে বসেন। কিন্তু এই সম্পর্ক মানেননি তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন তো মেয়ে গর্ভবতী, আসন্ন নাতি বা নাতনির কথা ভেবে কি দূরত্ব ঘোচাবেন? কী জানালেন?
মেয়ে অহনাকে নিয়ে কী বললেন চাঁদনি?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অহনার মা চাঁদনি জানিয়েছেন তাঁর কাছে আর তাঁর মেয়ের কোনও অস্তিত্ব নেই। তাঁর কথায়, 'কত কিছুই ঘটছে শহরে, কত কী রোজ জীবনেও ঘটে যাচ্ছে। সব কিছুর খবর, হদিস কি আমরা রাখতে পারি? আমার জীবন এখন আমার নাচের স্কুল আর বাবাকে নিয়ে।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছুদিন আগেই মাকে হারিয়েছেন চাঁদনি। দিদিমার মৃত্যুতে তাঁকে শেষ দেখা দেখতে পাননি অহনা। দীপঙ্করের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের পর ধীরে ধীরে দূরত্ব বেড়ে বর্তমানে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। দীপঙ্করকে ভালোবেসে বাড়ি ছাড়েন অভিনেত্রী, তাঁদের এই সম্পর্ক মানেননি চাঁদনি। কিন্তু নাতি নাতনি আসার কথা শুনেও মন গলেনি তাঁর।
চাঁদনি এদিন আরও জানান, 'রাগ অভিমান তখনই আসে যখন অস্তিত্ব থাকে। সেটাই নেই।' তিনি জানান আগে মেয়ের কথা ভেবে কষ্ট পেলেও, কান্না পেলেও এখন আর কিছুই হয় না। কোনও অনুভূতি কাজ করে না। তবে এটা একদিনে হয়নি। সময় লেগেছে। চাঁদনি জানিয়েছেন তিনি প্রতিশোধে বিশ্বাস করেন না। তবে যে তাঁকে ছেড়ে গিয়েছেন ভালো থাকার জন্য তিনি তাঁকে আটকাননি।
আরও পড়ুন: পাহাড়ে 'বলিউড - রোম্যান্টিক' মুডে অভিষেক - শার্লি! মধুচন্দ্রিমায় কোথায় গেলেন 'ফুলকি'র স্যার?
আরও পড়ুন: ৬ ঘণ্টা ধরে অপারেশন! আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, চলতি বছরের গোড়ার দিকে অহনা দত্ত এবং দীপঙ্কর তাঁদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন। তারপরই জানান তাঁদের প্রথম সন্তান আসছে। অগস্ট মাসে ভূমিষ্ট হবে তাঁদের সন্তান।