মুক্তির আগে থেকেই চর্চায় ছিল শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও রাখি গুলজারের ছবি 'আমার বস'। এরপর ৯ মে শুক্রবার মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি। এরপর ১০ মে, শনিবার প্রযোজনা সংস্থা জানাচ্ছে, ‘মুক্তির প্রথম দিনই প্রায় ১১ হাজার মানুষ আমার বস দেখে ফেলেছেন। বুক মাই শো-তে এই ছবির টিকিট এখন ট্রেন্ডিং।’
এদিকে 'বুক মাই শো'- থেকে জানা যাচ্ছে, শুক্রবার গোটা দেশে ‘আমার বস’ মোট ১৭টা শো পেয়েছিল। টলি বাংলা বক্স অফিসেও উঠে এসেছে এই তথ্য।
এখানেই শেষ নয়, ৯ মে মুক্তির পর ১০ মে ছবিটি বক্স অফিসে দ্বিতীয় দিনে পা রেখেছে। তারই মধ্যে ১১ মে-র জন্যA ছবির অগ্রিম টিকিট বিক্রি হতে শুরু করেছে। প্রযোজনা সংস্থা জানাচ্ছে, রবিবারের জন্যও ছবির টিকিট বুকিং একপ্রকার ফুল হয়ে গিয়েছে। আইনক্স, পিভিআর, সিনেপলিস ছাড়াও প্রিয়া, নবীনা, বিনোদিনীর মতো সিঙ্গল স্ক্রিন গুলিতেও ছবিটি দেখা যাচ্ছে। বুক মাই শো থেকে জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় ছবিটির প্রায় ৭.২৮ হাজার টিকিট বুক হয়েছে।