🌸 সম্প্রতি সলমন খান ইনস্টাগ্রামে তাঁর কিছু ছবি পোস্ট করেছেন। এই ছবিতে সলমনকে নীল রঙের শার্টে বেশ সুন্দর দেখাচ্ছে। তবে লুকের চেয়ে বেশি সবার দৃষ্টি আকর্ষণ করেছে সলমনের ঘড়ি । সলমনের পোস্ট করা ছবিতে অভিনেতাকে রাম জন্মভূমি খচিত ঘড়ি পরে দেখা গেছে। এই ঘড়িতে অযোধ্যার রাম মন্দির ছাড়াও আছে শ্রী রাম এবং ভগবান হনুমানের ছবি।
মানুষ কী বলছে?
🐓সলমনের পোস্টে কমেন্ট করে মানুষ প্রচুর ভালোবাসা দিচ্ছে। অন্যদিকে, কিছু মানুষ দাবি করছে যে প্রায় দুই মাস আগে ISPL (ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লীগ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেক বচ্চনও একই ধরণের ঘড়ি পরেছিলেন। আসুন জেনে নেওয়া যাক দুটি ঘড়ির মধ্যে কী পার্থক্য আছে।
আরও পড়ুন: 𝔍করণের প্রযোজনায় আসছে কার্তিকের নতুন সিনেমা, প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ
আরও পড়ুন: 𒐪প্রচারের আলোয় সলমনের নতুন ঘড়ি! দাম শুনলে আঁতকে উঠবেন আপনি
ঘড়ির দাম
⛄ভাইজানের ঘড়িটি Epic X Ram Janmabhoomi Titanium Edition -এর সীমিত সংস্করণ। অন্যদিকে জানুয়ারি মাসে অভিষেক বচ্চন যে ঘড়িটি পরেছিলেন সেটি ছিল টাইটানিয়াম সংস্করণ। ইন্টারনেটে অভিষেকের ঘড়ির দাম ৩৪ লক্ষ টাকা দেখাচ্ছে। অন্যদিকে, সলমন যে ঘড়িটি পরেছেন তা রোজ গোল্ড সংস্করণ। ইন্টারনেটে ঘড়িটির দাম দেখাচ্ছে ৬১ লক্ষ টাকা।
আরও পড়ুন: 𓄧‘কৃষ ৪’-এ রাকেশের পরিচালনায় কাজ নয়, এবার হৃতিকের ছবির পরিচালক ওই বাড়িরই অন্য একজন
আরও পড়ুন: ♌ছুটির আমেজে সামান্থা, ছবি দেখেই প্রশ্নবাণ, ‘কে তুলে দিল?’ চটপট জবাব নায়িকার
সলমনের কাজের প্রসঙ্গে
আগামী ৩০ মার্চ ইদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক এ আর মুরুগাদোস। ভাইজানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয়ালকে। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন সত্যরাজ।
অভিষেকের কাজের প্রসঙ্গে
ಌগত বছর ‘আই ওয়ান্ট টু টক’ মুক্তি পায়, সেখানে অভিষেকের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বি হ্যাপি’ সিনেমাতেও অসাধারণ কাজ করেছেন অভিষেক।