ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের জেরে গোটা বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা লেগেছে। এই আবহে আমেরিকার বিরুদ্ধে এবার পালটা পদক্ষেপের পথে হাঁটল প্রতিবেশী কানাডা। সেই দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করলেন, মার্কিন গাড়ি আমদানির ওপরে এবার থেকে ২৫ শতাংশ শুল্ক বসাবে কানাডা। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবার আমেরিকায় বিনিয়োগ বন্ধের ডাক দিয়েছেন। এই আবহে বিশ্ব বাণিজ্য যুদ্ধের সূচনা হতে চলেছে বলে আশঙ্কা অনেকেরই। (আরও পড়ুন: শুল্ক ছুরিতে রক্তাক্ত US শেয়ার বাজার, কেন নাসডাক পড়ল ৬🏅%, ডাও জোনস ১৬৭৯ পয়েন্ট?)
আরও পড়ুন: ইউনুসের উস্কানির ♛আবহে উঠেছে বাংলাদেশ ভাগের দাবি, এরই মাঝে 'কাজ' শ⭕ুরু ডোভালের?
ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার পরে ফরাসি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি বলেন, 'সাম্প্রতিক সময়ে যে সব ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা করা হয়েছিল, সেগুলি স্থগিত করা উচিত। যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়গুলি স্পষ্ট হচ্ছে, ততক্ষণ এই বিনিয়োগ নিয়ে এগোনো উচিত না।' প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ফরাসি শিপিং সংস্থা সিএমএ সিজিএম আমেরিকায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। এদিকে ফরাসি ইলেকট্রিকাল সরঞ্জামের সংস্থা শ্নাইডার গত মাসেই ঘোষণা করেছিল, মার্কিন মুলুকে তারা ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এদিকে ম্যাক্রোঁর প্রস্তাবে এই দুই সংস্থা সাড়া দেবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। (আরও পড়ুন: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল, ভোররাতের ভোটভুটির ফ🌳লাফল কী?)
আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা, ওয়া🔴কফ ইস্যুতে শাসক দল ছাড়লেন ২ নেতা
এদিকে সরাসরি মার্কিন গাড়ি সেক্টরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন কানাডার মার্ক কার্নি। তিনি ঘোষণা করেছেন, মার্কিন গাড়ি আমদানির ওপর যে ২৫ শতাংশ শুল্ক বসিয়ে যে অর্থ সরকারের পকেটে ঢুকবে, সেই টাকা দিয়ে কানাডার গাড়ি খাতকে সাহায্য করা হবে। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে লেখেন, 'আমাদের গাড়ি সেক্টরের ওপরে প্রেসিডেন্ট ট্রাম্প যে শুলক চাপিয়েছেন, তার জবাবে কান♒াডাও সেই সব মার্কিন গাড়ির ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপাবে, যারা বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছে।' এদিকে মার্ক কার্নি স্পষ্ট করে দিয়েছেন, এই শুল্ক গাড়ির যন্ত্রাংশের ওপর প্রযোজ্য হবে না। এদিকে কানাডার গাড়ির ওপর মার্কিন শুল্করে 'অন্যায়' বলে আখ্যা দিয়েছেন। কানাডার কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর দাবি করেছেন, 'বিশ্ব অর্থনীতি গতকালের চেয়ে আজ মৌলিকভাবে ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা অন্যায্য শুল্কের বিরুদ্ধে কানাডিয়ান কর্মী এবং ব্যবসায়িকদের রক্ষা করার জন্য সব সম্ভব পদক্ষেপ নিতে হবে। আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কঠোর ভাবে প্রতিক্রিয়া জানাতে হব🍬ে।'