স🔴্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলটাই বাতিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টের আগের রায়ই কার্যত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে ২৫, ৭৫২জনের চাকরি বাতিল হ♎য়েছে।
এরপরই আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বৃহস্পতিবার কার্যত নবান্ন থেকে খোঁচা দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হিন্দুস্তান টাইমস বাংলায় মুখ খুলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেখানে তাঁর বিস্ফোরক দাবি, তৃণমূল জমানায় যে সমস্ত চাকরি দুর্নীতি নিয়ে মামলা হচ্ছে সেক্ষেত্রে সব চাকরির একই পরিণতি হবে ( ২৬০০০ চাকরি বাতিলের 🦩মতো)ಌ।
রায় ঘোষণ𒈔ার পরে তিনি ফোনে HT বাংলার প্রতিনিধ൲িকে ঠিক কী জানিয়েছেন?
প্রশ্ন: একটা যুক্তি𝐆 দেওয়া হচ্ছে যে ভারতের বিচারব্যবস্থার মূলগত ভাবনা যে একশ জন অপরাধী ছাড়া পেয়ে যান কিন্তু একজন নিরপরাধীও যেন শাস্তি না পান সেটা কি এখানে …
বিকাশরঞ্জন ভট্টাচার্য: যারা বলছেন তাঁরা জা🐭নেন না। একটা ফৌজদারি মামলায় ফৌজদারি অপরাধে আসল অপরাধীকে সাজা দিতে হবে তার জন্য যদি নিরপরাধ লোকজন সাজা না পায় সেটা দেখতে হবে। এটা তো ফৌজদারি মামলা নয়। এটা চাকরি সংক্রান্ত মামলা। যেখানে সংবিধানের আর্টিকেল ১৪, আর্টিকেল ১৬ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংবিধানের মর্যাদা সবার উপরে। সেই দৃষ্টিকোণ থেকে সরকারি চাকরিতে টাকা নিয়ে চাকরি পেয়েছে, দুর্নীতি করেছে, এখানে ওইভাবে বিচার করা যায় না। সেজন্য যারা এসব বলছেন তারা না জেনে আবোল তাবোল বলছেন। সব কথা তো সব জায়গায় প্রযোজ্য হয় না। ⛄এখানে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার ফলে সব চাকরি বাতিল হয়েছে।
প্রশ্ন , যারা টেইনটেড, চিহ্নিত তাদের শাস্তির ব♒্যবস্থার কী প্রক্রিয়া রয়ে𓂃ছে…
বিকাশরঞ্জন ভট্টাচার্য: সবার চাকরি গিয়েছে। সবাই টে൩ইনটেড, যারা চিহ্নিত তাদের টাকা ফেরত দিতে হবে। সোজা কথা।
প্রশ্ন : এছাড়া কি দুর্নীতিতে জড়িত থাকার জ꧟ন্য় আলাদাভাবে কোনও শাস্তির ব্যবস্থা হতে পারে?
বিকাশরঞ্জন ভট্টাচার্য: তাদের বিরুদ্ধে ক্রিমিনাল ট্রায়াল চলছে তো!
প্রশ্ন: এই যে রায় এর পরে তো একাধি꧂ক বিষয় আছে যেটা চ্যালেঞ্জ আছে কোর্টে একইভাবে …
বিকাশরঞ্জন ভট্টাচার্য: বহু মামলা আছে।🌃 সব দুর্নীতি বের হবে। হাইকোর্টে শুনানি✨ হলেই সব বের হবে। শুনানি চূড়ান্ত হয়েছিল তাই বের হল।
প্রশ্ন: সেগুলোরও কি একই পরিণতি হবে?
বিকাশরঞ্জন ভট্টাচার্য: একই পরিণতি হবে। একই পরিণতি হবে।
একেবারে বিস্ফোরক দাবি করেཧছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
মমতা বন্দ্যোপাধ্য়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে ঠিক কী বলেছিলেন?
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, ‘বিকাশবাবু কেস করেছিলেন। তাঁর জন্যই আজ এতগুলি চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীℱবী। কেন যে এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না জানি না। আমি ভাবছি, একটা রেকমেন্ডেশন করব।⛎’