নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ আগেই দিয়েছিল ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যর্পণ সংক্রান্ত ওয়েস্টমিনিস্টার আদালত। ফেব্রুয়ারির সেই রায়ের পর এবার ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব নীরব মোদীর প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করলেন। সিবিআই-এর তরফে আজ এই কথা জানানো হয়। ব্রিটেনে লুকিয়ে থাকা হিরে ব্য়বসায়ীকে ভারতে ফিরিয়ে আনতে পারলে তা নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় সাফল্য হবে৷ যদিও এই নির্দেশিকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে আবেদন জানানোর অধিকার রয়েছে নীরব মোদীর।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রায় দেন, ভারতে মোদীর বিরুদ্ধে চলা মামলার প্রেক্ষিতে জবাব দিতে হবে অভিযুক্তকে। এরপরেই আদালত আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত নীরব মোদীর প্রত্যর্পণের নির্দেশ দেয়। সেই সময় নীরব মোদীর প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশনামা পাঠানো হয়েছিল ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবকে। উল্লেখ্য, গত দু'বছর ধরে আর্থিক প্রতারণা মামলায় নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের মামলা চলছে ব্রিটেনের আদালতে। নীরব মোদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সংক্রান্ত প্রমাণ লোপাট, সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে এই হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেন নীরব। এদিকে প্রত্যর্পণের বিরুদ্ধে নীরব মোদীর যুক্তি ছিল, ভারতের আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ প্রত্যর্পণ মামলাকে প্রভাবিত করছে। যদিও মোদীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আদালত।উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শোধ করেননি নীরব মোদী। সেই ঘটনায় প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।