ইন্ট্রাডে ট্রেডাররা ইক্যুইটি ক্যাশ সেগমেন্টে অ-বিবাহিত ব্যবসায়ীদের চেয়ে বেশি লাভ করেছেন বিবাহিত। বাজার নিয়ন্ত্রক সেবি ২০১৮-১৯, ২০২১-২২ এবং ২০২২-২৩ তিনটি আর্থিক বছর অধ্যয়ন করে এমনটাই জানতে পেরেছে। স✱েবি দেখেছে যে বিবাহিত ব্যবসায়ীরা অ-বিবাহিত ব্যবসায়ীদের তুলনায় কম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে অবিবাহিত ব্যবসায়ীদের লোকসানের সংখ্যা ছিল ৭৫ শতাংশ, যেখানে বিবাহিত ব্যবসায়ীদের সংখ্যা ছিল ৬৭ শতাংশ।
আরও পড়ুন: (নতুন UPI ব্যবস্থা চালু করল NP𝐆CI, পকেটে টাকা পয়সা না নিয়েই ভারতে আসবেন যে কেউ)
পুরুষের তুলনায় নারী ব্যবসায়ীরা বেশি লাভবান
সেবি-এর বিশ্লেষণের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল পুরুষ ও মহিলা ব্যবসায়ীদের মধ্যে তুলনা। সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় নারী ব্যবসায়ীদের মুনাফা বেশি। আসলে, এই বিষয়টি আবার নারী ব🐎িনিয়োগকারীদের ব্যবসায়িক দক্ষতার কথা বলে। সমীক্ষায় বলা হয়েছে, তিন বছরে পুরুষ ব্যবসায়ীদের তুলনায় নারী ব্যবসায়ীদের মুনাফা বেশি ছিল। ২০২২-২৩ অর্থবছরে, ১ কোটি টাকার বেশি বার্ষিক ইন্ট্রাডে টার্নওভারের পুরুষ ব্যবসায়ীরা গড় ৩৮,৬৭০ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন, যেখানে মহিলা ব্যবসায়ীদের গড় ক্ষতি হয়েছে ২২,১৫৩ টাকার। মজার তথ্য হল যে ২০২২-২৩ অর্থবছরে ইন্ট্রাডে ট্রেডারদের সংখ্যার দিক থেকে মহিলা ব্যবসায়ীদের অনুপাত ১৬ শতাংশে নেমে এসেছে, যা ২০১৮-১৯ অর্থবছরে ২০ শতাংশ ছিল।
আরও পড়ুন: (Humanoid Robot: রেলওয়ের অফিসে বসে কাজ করবে রোবট, রক൲্ষণাবেক্ষণের জন্য মানুষের আর প্রয়োজন নেই)
৬০ বছরের বেশি বয়সী ব্যবসায়ীরা সবচেয়ে কম ক্ষতির সম্মুখীন হন
সমীক্ষায়, সেবি এও দেখেছে যে বয়সের ♍সংখ্যা যত কম, ক্ষতির অনুপাত তত বেশি। ২০২২-২৩ অর্থবছ𓃲রে, ৬০ বছরের বেশি বয়সী ব্যবসায়ীদের লোকসানের সর্বনিম্ন অংশ ছিল ৫৩ শতাংশ, যেখানে ২০ বছরের কম বয়সী ব্যবসায়ীদের লোকসানের সর্বোচ্চ অংশ ছিল ৮১ শতাংশ।
আরও পড়ুন: (চাঁদ থেকে নভোচারীদের লাই▨ভ ꦺদেখাবে NASA, প্রথমবার এল এমন প্রযুক্তি)
সেবি-এর একটি সমীক্𓄧ষা আরও দেখিয়েছে যে ইক্যুইটি ক্যাশ সেগ♔মেন্টে ১০ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র ইন্ট্রা-ডে ট্রেডার ২০২২-২৩ অর্থবছরে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর সঙ্গে, সমীক্ষায় আরও প্রকাশ করা হয়েছে যে ইক্যুইটি ক্যাশ সেগমেন্টে ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে অংশগ্রহণকারী ব্যক্তির সংখ্যা ২০২৮-১৯ এর তুলনায় ২০২২-২৩ সালে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।