ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কেউ রোহিত শর্মাকে টেস্ট থেকে অবসর নেওয়ার জন্য জোর করেনি, জানিয়ে দিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। অস্ট্রেলিয়ায় খারাপ পারফরমেন্সের জেরে অনেকেই মনে করেছিল ভারতের অধিনায়ককে আর টেস্টে দেখতে চাইছিলেন না নির্বাচক কমিটি। খারাপ পারফরমেন্সের মধ্যে থাকা রোহিতকে ইংল্যান্ডে পাঠানো হলে সেটা বড় ঝুঁকি হয়ে যেত। এর আগে অস্ট্রেলিয়ায় রোহিত এতটাই ব্যর্থ হয়েছিলেন যে তিনি নিজেই শেষ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। আবার যদি ইংল্যান্ডে গিয়ে রোহিত ব্যর্থ হন, আর তিনি নিজেকে সরিয়ে নেন কোনও টেস্ট থেকে, সেটা আসলে ভারতীয় দলের জন্যই লজ্জার কারণ হয়ে দাঁড়াত। এই অবস্থায় দাঁড়িয়ে রোহিতের টেস্ট অবসরের পিছনে তাই নির্বাচক বা বোর্ডের চাপ দেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, যদিও রাজীব শুক্লা কিন্তু জানিয়ে দিলেন কোনওরকম চাপই দেওয়া হয়নি রোহিতের ওপর।
১১ মাসে দুই ফরম্যাট থেকে অবসর
২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার দেড় মাস আগেই রোগিত জানিয়ে দেন, তিনি আর এই ফরম্যাটে খেলবেন না। স্রেফ ওডিআই ফরম্যাটেই দেশের জার্সি তিনি গায়ে চাপাবেন। টি২০ ফরম্যাট থেকে গতবছর টি২০ বিশ্বকাপ জেতার পরই রোহিত শর্মা অবসর নিয়ে নিয়েছিলেন।
রোহিতের অবসরে হাত নেই বোর্ডের (BCCI)
বিসিসিআইয়ের সহ সভাপতি জানান, ‘রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘটনায় আমি একটা কথা বলতে পারি, ও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। এটা আমাদের বোর্ডের নীতির মধ্যেই রয়েছে, যারা অবসরের সিদ্ধান্ত নেয়, তাঁদের ওপর কোনওরকমভাবেই আমরা চাপ তৈরি করি না অথবা আমরা কোনও পরামর্শও দিই না এই বিষয়ে। মানে আমরা এই বিষয়গুলোয় ঢুকিই না ’।
রোহিতের প্রশংসায় BCCI সহ-সভাপতি
৬৭ বছর বয়সী রোহিতকে নিয়ে শুক্লাজি আরও বলেন, ‘আমরা রোহিতের যতই প্রশংসা করি না কেন, সেটা ওর জন্য কমই হয়। ও একজন দুর্দান্ত ব্যাটার। যেটা ভালো বিষয় সেটা হল, ও অন্তত সব ফরম্যাট থেকে অবসরের কথা ভাবেনি। তাই আমরা নিশ্চয় ওডিআই ফরম্যাটে ওর অভিজ্ঞতা আর প্রতিভা কাজে লাগানোর চেষ্টা করব ’।
দেশে হিট, বিদেশে ফ্লপ
দেশের মাটিতে ব্যাটার হিসেবে রোহিতের পারফরমেন্স খুবই ভালো। ভারতের মাটিতে ৩৪ টেস্টে রোহিতের ঝুলিতে রয়েছে ২৫৩৫ রান। ব্য়াটিং গড় ৫১.৭৩, সর্বোচ্চ স্কোর ২১২। ৫৫ ইনিংসে রয়েছে ১০টি শতরানও। বিদেশের মাটিতে অবশ্য রোহিতের পারফরমেন্স চোখে দেখার মতো নয়। ৩৩টি টেস্টে করেছেন ১৭৬৬ রান, ব্যাটিং গড় ৩১। অর্থাৎ ওভারসিজ টেস্টে খারাপ পারফরমেন্সই তাঁর অবসরের অন্যতম কারণ, তা বলাই যায়।