বৃহস্পতিবার ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের উপর। সীমান্তের কাছাকাছি অবস্থিত ধরমশালা স্টেডিয়ামের আইপিএল ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। স্টেডিয়ামে ব্ল্যাক-আউট জারি করা হলে খেলা চালিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না।
ধরমশালায় আইপিএল ২০২৫-এর ৫৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের প্রথম ইনিংসে ১১তম ওভার শুরু হওয়ার পরেই ধরমশালা স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হলেও স্টেডিয়াম পুরোপুরি অন্ধকারে ঢেকে দেওয়া হয়নি।
বিসিসিআইয়ের তরফে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলকে দেখা যায় দর্শকদের গ্যালারি খালি করে দেওয়ার অনুরোধ করতে। উল্লেখ্য, বৃহস্পতিবার পাক সেনার ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা।
এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া যে নিরাপদ ছিল না, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ভারতীয় বোর্ডের তরফে ফ্লাডলাইট নিভে যাওয়াকেই ম্যাচ বাতিলের কারণ হিসেবে জানানো হয়। তবে যুদ্ধ পরিস্থিতির জন্যই যে ব্ল্যাক-আউট এবং সেই কারণেই যে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
হঠাৎ করেই স্টেডিয়ামে ব্ল্যাক-আউট এবং সকলকে স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মাঝে আতঙ্কিত হয়ে পড়েন আইপিএলের এক চিয়ারলিডার। মাঠ থেকেই তিনি একটি ভিডিয়ো রেকর্ড করেন, যেখানে নিজের দুশ্চিন্তার কথা ব্যক্ত করেন সংশ্লিষ্ট চিয়ারলিডার। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োয় ঠিক কী বলতে শোনা যায় চিয়ারলিডারকে
ভিডিয়োয় সংশ্লিষ্ট চিয়ারলিডারকে বলতে শোনা যায় যে, ‘খেলার মাঝেই সারা স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। এটা খুবই ভয়ের। সবাই চিৎকার করছিল যে বম্ব পড়বে। এটা সত্যিই ভীষণ আতঙ্কের। আমরা তাড়াতাড়ি ধরমশালা ছেড়ে যেতে চাই। আশা করি আইপিএলের আয়োজকরা আমাদের কথা ভাববে। আমি জানি না এখনও কেন কেঁদে ফেলিনি। যা ঘটছে, আমি এখনও দুশ্চিন্তার মধ্যে রয়েছে।’
আরও পড়ুন:- IPL 2025-এর মাঝেই শ্রেয়স আইয়ারের দলে যোগ দিলেন KKR তারকা অংকৃষ রঘুবংশী, কত টাকায়?
উল্লেখ্য, ধরমশালায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস। তারা ১০.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২২ রান তোলার পরে ম্যাচ বন্ধ হয়ে যায়। প্রিয়াংশ আর্য ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৭০ রান করেন। ৭টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৫০ রান করেন প্রভসিমরন সিং।