একেবারে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে বাবর আজমকে সাজঘরে পাঠালেন হার্দিক পান্ডিয়া। বাউন্ডারি হজম করার পরের বলেই পাকিস্তানের প্🔴রাক্তন 🌳অধিনায়ককে সাজঘরে ফেরান তিনি। বাবরকে আউট করার পর হাত নেড়ে বাইবাই করতে ভোলেননি হার্দিক। বাবরকে বাইবাই করার হার্দিকের ভিডিয়ো সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগের দিন অনুশীলনেই এলেন না বাবর,আত্মতুষ্টি নাকি পিছনে আছে অন্য কারণ𝕴?
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান- দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এদিন রোহিত সর্মা ফের টসে হারেন। এই নিয়ে ও𒁏ডিআই ফর্ম্যাটের ক্ষেত্রে টানা ১২ ম্যাচে টস হারলেন রোহিত। এদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। আর চোট পেয়ে ছিটকে যাওয়া ফখর জামানের অনুপস্থিতিতে পাকিস্তানের হয়ে বাবরের সঙ্গে ওপেন করতে নামেন ইমাম-উল-হক। বাবর-ইমাম জুটি প্রথম উইকেটে ৮.২ ওভ⛄ারে ৪১ রান করে ফেলেছিল। সেই সময়ে বাবর আজমকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া।
বাবরের উইকেট নেন হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া তাঁর দ্বিতীয় ওভারে বল করতে এলে, প্রথম ডেলিভারিতেই চার হাঁকান বাবর। এর পর হা♛র্দিককে খুব হতাশ লাগছিল। মাঠের মধ্যেই দুই হাত জড়ো করে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। কিন্তু পরের বলেই হার্দিক তাঁর ভুল সংশোধন করে ভারতকে বড় সাফল্য এনে দেন। বাবরকে প্যাভিলিয়নে পাঠানোর কাজটা করেন হার্দিক। পাঁচটি চারের সাহায্যে ২৬ বলে ২৩ রান করে আউট হন বাবর।
আরও পড়ুন: গিলের শতরানের জন্য নিজের হাফসেঞ্চুরি বলি দেন কেএল, যদি হ♏🦩ার্দিক হতেন… নেটপাড়ায় পুরনো আতঙ্ক
একটা সময় মনে হচ্ছিল বাবর এদিন বড় ইনিংস খেলবেন। কিন্তু তা হয়নি। পাক ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে বাবর একটি কভার ড্রাইভ শট খেল𒁏তে চেয়েছিলেন, কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে হয়নি। ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। এবং সেই ক্যাচ চলে যায় সরাসরি উইকেটের পিছনে কেএল রাহুলের কাছে। রাহুল ক্যাচ ধরতে কোনও ভুল করেননি।