🍷 ১৯৯৬ সালের প্রায় তিন দশক পরে ফের কোনও আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের মাটিতে। প্রস্তুতিতে তেমন কোনও ত্রুটি নেই। সারা দেশে ইদের মতো উৎসবের আমেজ। সব মিলিয়ে মিনি বিশ্বকাপের সাফল্যের বিষয়ে আশাবাদী কামরান আকমল। তবে পাকিস্তান ক্রিকেট দলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল হওয়ার কোনও আশা দেখছেন না প্রাক্তন পাক তারকা।
ཧচ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলোচনায় আকমল স্পষ্ট জানান যে, পাকিস্তান যদি সেমিফাইনালেও উঠতে পারে, তাহলেও তিনি মনে করবেন রিজওয়ানরা বিরাট কিছু করে দেখিয়েছেন। কেননা পাকিস্তানের খেলায় ধারাবাহিকতার বিস্তর অভাব রয়েছে বলে মনে করছেন আকমল। সেই সঙ্গে দল নির্বাচন নিয়ে মোটেও খুশি নন তিনি। কামরান আরও জানিয়ে দেন, কোন চারটি দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন তিনি।
ꦅআরও পড়ুন:- Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ১ম সপ্তাহেই ভারতের জোড়া ম্যাচ, দেখুন সূচি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে আকমলের ধারণা
🧸এবারের মিনি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে আকমল বলেন, ‘পাকিস্তানের দলটা এমন, চললে চাঁদে পৌঁছে যাবে। না চললে দৌড় সন্ধ্যা পর্যন্ত। আমাদের দলে বিস্তর ফাঁক-ফোকর রয়েছে। বোলিং বিভাগকে সমস্যায় দেখাচ্ছে। দলে স্পিনার নেই বললেই চলে। ওপেনাররা ফর্মে নেই। আমি জানি না এমন দল বাছার পিছনে ক্যাপ্টেন ও নির্বাচকদের কী ভাবনা ছিল। এমনকি আমাদের চেয়ারম্যান এমন টিমকেই অনুমোদন দিয়ে দেন। দেখা যাক কেমন খেলে। অন্যান্য দলগুলোকে অনেক ব্যালান্সড দেখাচ্ছে।’
কোন চারটি দল সেমিফাইনালে যেতে পারে, ভবিষ্যদ্বাণী করেন আকমল
✃পরক্ষণেই কামরান আকমল বলেন, ‘আমাদের (পাকিস্তানের) আরও ভালো দল বেছে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়াকে হিসাবে রাখা মুশকিল। কেননা চোটের জন্য ওদের সেরা ৫ জন ক্রিকেটার নেই।’
🌱আরও পড়ুন:- Champions Trophy Jersey: মিনি বিশ্বকাপে সব দলের জার্সি কেমন হল? কাদেরটা সেরা?
ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট বাছলেন আকমল
𝄹কামরান আকমল এক্ষেত্রে ভারতকেই ফেভারিট বেছে নিলেন। তিনি বলেন, ‘ভারতকে স্পষ্টতই ফেভারিট দেখাচ্ছে। ওরা ফাইনালে যাওয়ার যোগ্য দাবিদার। তবে পাকিস্তানের উপর বাজি ধরতে পারব না। ওরা যদি সেমিফাইনালেও উঠতে পারে, তাহলেও বলব যে অসাধারণ খেলেছে। পাকিস্তান যদি নিউজিল্যান্ড বা ভারতের মধ্যে কোনও এক দলকে হারিয়ে দেয় এবং তার পরেও সেমিফাইনালে উঠতে না পারে, সেক্ষেত্রে ওরা সেমিফাইনালে উঠেছিল বলে আমি ধরে নেব। কেননা আমাদের কম্বিনেশনের এমনই হাল।’