কেরিয়ার শুরু করেছিলেন টুথব্রাশ বিক্রেতা হিসেবে। কিন্তু বর্তমানে তিনি বলিউডের সবথেকে ধনী ব্যবসায়ী। তাঁর মোট সম্পত্তি শাহরুখ খান, আমির খান এবং সলমন খানের যুগ্ম সম্পত্তির থেকেও বেশি। কে এই ব্যক্তি যিনি ছাপিয়ে গিয়েছেন করণ জোহর, আদিত্য চোপড়ার মত♋ো ব্যক্তিদের?
কে বলিউডের সবথেকে ধনী ব্যক্তি?
২০২৫ সালের ফোর্বস কোটিপতিদের তালিকা প্রকাশ্যে এনেছে বুধবার। এই💞 তালিকায় ৩০২৮ জন কোটিপতির নাম আছে। এঁদের মধ্যে ২০৫ জন আছেন ভারতের। যদিও এই তালিকার মধ্যে বিনোদন জগতেরও কেউ কেউ আছেন। আর সেখান থেকেই জানা গেল বলিউডের সবথেকে ধনী ব্যক্তি ক♎ে সেই কথা। আর বলাই বাহুল্য সেই ব্যক্তি শাহরুখ খান বা আমির খান, এমনকি সলমন খান, করণ জোহর সহ কেউ নন। তাহলে কে? রনি স্ক্রুওয়ালা।
বিলিয়ন ডলারের উপর যাঁর সম্পত্তি রয়েছে বলিউডের তেমন এক মাত্র ব্যক্তি হলেন রনি স্ক্রুওয়ালা। ফোর্বসের তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। শাহরুখের বর্তমান সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার, সলমনের সম্পত্তির পরিমাণ ৩৯০ মিলিয়ন ডলার। আমির খান আরও পিছিয়ে আছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ২২০ মিলিয়𒀰ন ডলার। তাঁদের যৌথ সম্পত্তির পরিমাণ তাহলে সেই ক্ষেত্রে ১.৩৮ বিলিয়ন ডলার যা রনি স্ক্রুওয়ালার সম্পত্তির পরিমাণের থেকে কম।
অন্যদিকে গুলশান 𒊎কুমারের সম্পত্তির পরিমাণ ৯০০ মিলিয়ন ডলার, আদিত্য চোপডജ়ার ৮০০ মিলিয়ন ডলারের সম্পত্তি।
আরও পড়ুন: 'গণতান্ত্রিকভাবে ধাপে ধাপে শিল্পীকে খুন করার পদ্ধতি', বিতর্কের আগুনে ঘি! ফের বিস্ফ🃏োরক পোস্ট কুণালের
আরও পড়ুন: ৩ দিনে বিশ্বজুড়ে ১৫০ কোটির দোরগোড়ায় সিকান্দর! মঙ্গলবার ভারতে কত আয় করল সলমনেরꦡ ছবি?
কে এই রনি স্ক্রুওয়ালা?
১৯৫৬ সালে জন্মগ্রহণ করেছেন রনি স্ক্রুওয়ালা। তিনি ১৯৭০ এর দ🤡শকে টুথব্রাশ বিক্রি করতেন। এরপর ১৯৮০ এর গোড়ার দিকে যখন কালার টিভু এল ভারতে তখন তিনি কেবল𒈔 টিভির হাত ধরে ব্যবসা বাড়ালেন। প্রবেশ করলেন বিনোদন জগতে। ১৯৯০ সালে ইউটিভি তৈরি করেন যা পরবর্তীতে ইউটিভি মোশন পিকচার্স হয়ে যায়। ২০১২ সালে তিনি এটি ডিজনির কাছে বিলিয়ন ডলারে বিক্রি করে দেন। এরপর তৈরি করেন RSVP মুভিজ।