আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘গ্রাউন্ড জিরো’। আজ অর্থাৎ শুক♛্রবার ২৮ মার্চ মুক্তি পেল গ্রাউন্ড জিরো সিনেমার টিজার। একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই সিনেমা। কাশ্মীরের পটভূমিতে তৈরি এই সিনেমায় ইমরান হাশমি কীভাবে লড়াই করবেন জঙ্গিদের সঙ্গে, কাশ💞্মীরের মানুষ আদৌ কি সাহায্য করবে ভারতীয় সেনাকে? জানা যাবে আগামী ২৫ এপ্রিল।
টিজার প্রসঙ্গে
টিজারটি শুরু হয় সন্ত্রাসী গোষ্ঠী জইস ই মোহাম্মদের সতর্কবার্তা দিয়ে। এরপরই দেখা যায় একের পর এক সৈনিকের উপর আক্রমণ শুরু হয়। ৭০ জন সৈনিককে গুলি করার প🔴র ইমরান গর্জে ওঠেন। তিনি বলেন, ‘অনে🍸ক হল পাহারা দেওয়া, এবার আক্রমণ করার পালা।’
আরও পড়ুন: 'আমি বিনা পয়সায়…', মেলবোর্নে স🌱েদিন কেন ৩ ঘণ্টা পর স্টেজে ওঠেন, এবার মুখ খুললেন নেহা
আরও পড়ুন: ১৮ বছর পর ফের 🌊একসঙ্গে সঞ্জয়-সলমন♓, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
সিনেমায় বিএসএফ ড🔯েপুটি কমান্ড্যান্ট নরেন্দ্র নাথ দুধের ভূমিকায় অভিনয় করেছেন ই꧅মরান হাশমি। শত্রুকে খুঁজে বের করে নিধন করবেন তিনি। কাশ্মীরের পটভূমিতে দাঁড়িয়ে শত্রুদের খুঁজে বের করে নিধন করার প্রচেষ্টা করবেন ইমরান। টিজারের সবথেকে বড় আকর্ষণ হল ইমরানের একটি ডায়লগ।
টিজারের একেবারে শেষে 🥀ইমরানকে বলতে শোনা যায়, ‘শুধু কাশ্মীরের মাটি কি আমাদের? নাকি এখানকার মানুষেরা আমাদের?’ এই প্রশ্নের সাথেই শেষ হয়ে যায় টিজার। প্রশ্নের উত্তর আদৌ কি পাওয়া যাবে, সত্যিই কি সমাধানের পথ পাওয়া যাবে? সবটাই স্প♍ষ্ট হবে সিনেমা মুক্তি পেলে। আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ইমরানের গ্রাউন্ড জিরো।
এক্সেল এন্টারটেইনমেন✨্ট প্রযোজনায়, রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার প্রযোজিত, ছবিটি পরিচালনা করেছেন তেজস দেওস্কর। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন কাসিম জাগমাগিয়া, বিশাল রামচন্দানি, সুনদীপ সি সিধওয়ানি, আরহান বাগাতি, তালিসম্যান ফিল্মস, অভিষেক কুমার এবং নিশিকান্ত রায়।
আরও পড়ুন: জাভেদ꧙-কঙ্গনা মামলায় মুখ খুললেন শাবানা, বললেন, 'ক্ষমা চাওয়ার বিষয়টি...'
আরও পড়ুন: সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আও🍨য়াজ মিউট, কী এমন ছিল সলমন খানের ‘সিকন্দ𒈔র’-এ?
উল্লেখ্য, বিগত বেশ কিছু বছরে প্রেমিকের চরিত্র ছেড়ে একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করতে🎃 দেখা যাচ্ছে ইমরানকে। ‘টাইগার ৩’, ‘সেলফি’ এমন বেশ কিছু সিন🤪েমায় নিজের চিরাচরিত রূপ ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি।