কবে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? কাকে দেখা যাবে 'মহারাজ'-এর চরিত্রে? এবিষয়ে ক্রীড়া ও সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহের অন্ত নেই। বহুদিন ধরেই সৌরভের বায়োপিকে অভিনয় নিয়ে শোনা যাচ্ছে একাধিক নাম। কখনও আয়ূষ্মান খুরানা, কখনও রণবীর কাপুর, কখনও আবা🙈র রাজকুমার রাও, 🔯একাধিক অভিনেতার নাম উঠে এসেছে বায়োপিকে সৌরভের চরিত্রের জন্য।
তবে অতি সম্প্রতি সৌরভের বায়োপিকের জন্য রাজকুমার রাও-এর নামটিই বেশি ক🐈রে উঠে আসছে। সত্যিই কি রাজকুমার অভিনয় করবেন? এবার এবিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক🐠 সৌরভ গঙ্গোপাধ্যায়।
রাজকুমার রাওকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়
বৃহস্পতিবার বর্ধমান বি🃏শ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মহারাজ বলেন, আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন... । তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর ত𒁏াই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।
আরও পড়ুন-হল💦িউডে পা রাখছেন সলমন? দুবাই থেকে ফাঁস শ্যুটিংয়ের দৃশ্য, কোন চরিত্রে দেখা যাবে ভাইজানকে?