꧃ আগামী মার্চের মধ্যে কর্মীদের ইনক্রিমেন্ট লেটার দেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গড়ে চার শতাংশ থেকে আট শতাংশের মধ্যে বেতন বাড়ানো হতে পারে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তির সংস্থার কর্মচারীদের। যে অর্থটা আগামী এপ্রিল থেকে দেওয়া হবে ওই রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, যে কর্মীরা 'রিটার্ন-টু-অফিস' (আরটিও) নীতি অনুসরণ করে চলেছেন, তাঁদের ইনক্রিমেন্ট সম্ভবত কিছুটা বেশি হবে। যে বিষয়টি ২০২৪ সালের গোড়ার দিকেই টিসিএসের তরফে ঘোষণা করা হয়েছিল। ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছিল যে 'রিটার্ন-টু-অফিস' নীতির উপরে কর্মীদের বেতন বৃদ্ধি ও ভ্যারিয়েবল পে'র অঙ্কটা নির্ভর করবে।
২০২১-২২ অর্থবর্ষে TCS-র বেতন বৃদ্ধির হার ছিল ১০.৫%
🅰এমনিতে তথ্যপ্রযুক্তির বাজারে কর্মীদের বেতন বৃদ্ধির হার কমে গিয়েছে। বছরকয়েক আগেও তথ্যপ্রযুক্তি কর্মীদের ইনক্রিমেন্টের হারটা দু'অঙ্কের ঘরে পৌঁছে যেত। কিন্তু বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার কমে গিয়েছে। গত কয়েক বছরে বেতন বৃদ্ধির হারটা এক অঙ্কের ঘরেই থেকেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে টিসিএস কর্মীদের গড়ে সাত শতাংশ থেকে নয় শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছিল। যা ২০২১-২২ অর্থবর্ষে ছিল ১০.৫ শতাংশে।
আরও পড়ুন: ♔Variable Pay: কত কম দিয়েছে! ফের ত্রৈমাসিক ভেরিয়েবল পে কমিয়ে দিল TCS, কাদের জন্য এই কাটছাঁট?
ভ্যারিয়েবল পে'র পরেই ইনক্রিমেন্ট!
𒆙এবারও সেই নিম্নমুখী ধারা অব্যাহত থাকছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর) জন্য ভ্যারিয়েবল পে'র টাকা ফেব্রুয়ারিতে দিয়েছে টিসিএস। ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার মিড-লেভেল এবং জুনিয়র কর্মচারীদের অনেকেই ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে পেয়েছেন। সেখানে সিনিয়র কর্মচারীদের ভ্যারিয়েবল পে'র অঙ্কটা ২০ শতাংশ থেকে ৪০ শতাংশের মধ্যে ছিল।
টিসিএস কর্মীদের বিভিন্ন ক্যাটেগরি!
💖টিসিএসে কর্মচারীদের বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। এমনিতে 'ওয়াই' ক্যাটেগরির আওতায় থাকেন ট্রেনিরা। 'সি১' ক্যাটেগরিতে থাকেন সিস্টেমস ইঞ্জিনিয়াররা। তারপর আছে 'সি২', 'সি৩এ', 'সি৩বি', 'সি৪', 'সি৫' এবং 'সিএক্সও' ক্যাটেগরি। 'সি৩এ' ক্যাটেগরি বা তার ঊর্ধ্বে থাকা কর্মীদের সিনিয়র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর সেই ক্যাটেগরির নিরিখে গত ত্রৈমাসিকে টিসিএস কর্মীদের ভ্যারিয়েবল পে প্রদান করা হয়। এবার তাঁদের ইনক্রিমেন্ট লেটার দেওয়ার তোড়জোড় চলছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
শেয়ার বাজারে TCS-র অবস্থা
ඣসোমবার বাজার বন্ধের সময় বিএসইতে টিসিএসের প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৩,৯০৩.৪ টাকায়। অর্থাৎ ০.৭৫ শতাংশ পতন হয়েছে। আগেরদিন সেই অঙ্কটা ছিল ৩,৯৩২.৭৫ টাকা।