সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বাসিন্দা প্রীতম মণ্ডল উচ্চমাধ্যমিকে ৪৮৩ নম্বর পেয়েছেন। তাঁর বাবা প্র🌟দীপ মণ্ডল শেখ শাহজাহান এবং তার বাহিনীর হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার প্রীতম এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রীতম মণ্ডল এবং তাঁর মা পদ্মা মণ্ডলকে শুভেন্দু আশ্বস্ত করেছেন বিজেপি তাদের পাশে থাকবে।
আরও পড়ুন: বাবাকে ‘খুন’ শাহজাহানের, রামকৃষ্ণ মিশনে পড়ে HS-এ ৪৮৩ পেলেন প্রীতম! হতে 🥀চান IPS
শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল পোস্টে অভিযোগ তুলেছেন, সন্দেশখালির ন্যাজাট থানার ভাঙ্গিপাড়াতে ২০১৯ সালের ৮ জুন শাহজাহান শেখ প্রদীপ মণ্ডল সহ মোট ৩ জন বিজেপি নেতাকে খুন করেছিল। বাকি দুজনের নাম হল সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডল। তাঁর আরও অভিযোগ, সে সময় মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছিল। পরে ঘটনার🌸 তদন্তভার নিয়েছিল সিআইডি। তবে চার্জশিট পেশ করার সময় শাহজাহানের নামটি বাদ দেওয়া হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পুলিশ মন্ত্রীর নির্দেশেই শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছিল চার্জশিট থেকে।
প্রসঙ্গত, শাহজাহান বাহিনীর ভয়ে ২০২১ সাল থেকে গ্রাম ছাড়া রয়েছেন প্রীতমꦿরা। শুভেন্দুর অভিযোগ,𝓰 ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিল প্রদীপ মণ্ডলের পরিবার। তাদের দোকান ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে হামলা চালানো হয়েছিল, লুটপাট চালানো হয়েছিল। তারপর থেকে ভয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন তারা।