২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া শিরোপা জেতার পর, বিসিসিআই পুরো দলের জন্য ৫৮ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে। আর সেই ৫৮ কোটির থেকে গৌতম গম্ভীরকে ৩ কোটি টাকার দেওয়ার ঘোষণাও কর൩া হয়েছিল। এবার এই পুরস্কারের অর্থ নিয়ে একটি খুব আকর্ষণীয় প্রশ্ন করেছেন,
সুনীল গাভাসকরের জিজ্ঞাস্য, নতুন কোচ গৌতম গম্ভীরও কি আগের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মতো সাপোর্ট স্টাফদের থেকে বেশি বোনাস নিতে অস্বীকার কর🤪💜বেন?
আরও পড়ুন: শুভমনের ডেরায় দাদাগিরি শ্রেয়সের, আমেদাবাদের মাঠে সর্বোচ্চ স্কꦐোরের নজির গড়ে GT-কে হারাল PBKS
আড়াই কোটি টাকা নিতে অস্বীকার করেছিলেন দ্রাবিড়
গত বছরের জুনে, ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও, বিসিসিআই কোচ এবং খেলোয়াড়দের বিপুল পুরষ্কার দিয়েছিল। অন্যান্য কোচিং স্টাফদের তুলনায় দ্রাবিড় বেশি টাকা পাচ্ছিলেন, কিন্তু তিনি তা নিতে রাজি হননি। বাকি সাপোর্ট স্টাফেদের মতোই অর্থ নেবেন বলে দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন। দ্রাবিড়ের সেই সিদ্ধান্ত সবার মন জয় করেছিল। গাভাসকর তাঁর 💮একটি কলমে লিখেছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দ্রাবিড় প্রমাণ করেছিলেন যে তিনি একজন সত্যিকারের টিম ম্যান। পুরস্কারের অর্থ কোচিং স্টাফদের মধ্যে সমান ভাবে ভাগ করে তিনি একটি বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
গাভাসকরের প্রশ্ন, দ্রাবিড়ের পথে হাঁটবেন গম্ভীর?
এখন প্রশ্ন, গৌতম গম্ভীরও কি দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করবেন? গাভাসকর প্রশ্ন তুলেছেন, ‘বিসিসিআই চ্যা🌺ম্পিয়ন্স ট্রফির পুরস্কারের অর্থ ঘোষণা করার পর দুই সপ্তাহ হয়ে গেছে, কিন্তু গম্ভীর এখনও দ্রাবিড়ের মতো সাপোর্ট স্টাফদের সঙ্গে পুরস্কারের অর্থ ভাগ করবেন কিনা, তা বলেননি। এই ব্যাপারে দ্রাবিড় কি ওঁর (গম্ভীর) 💙জন্য আদর্শ নন?’ আপাতত গম্ভীরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি কি দলগত ঐক্যের বার্তা দেবেন, নাকি ভিন্ন পথ বেছে নেবেন? সে কথা সময়ই বলবে। তবে গম্ভীর বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ফ্রান্সে গেছেন।