♑ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন আশ্বিনী কুমার। ২৩ বছর বয়সি এই পেসার আইপিএলে অভিষেক ম্যাচে ৪ উইকেট নেওয়া প্রথম ভারতীয় ফাস্ট বোলার হয়ে গেলেন। অন্ধ্রপ্রদেশের পেসার সত্যনারায়ণ রাজুর বদলে একাদশে সুযোগ পাওয়া অশ্বিনী কুমার নিজের কেরিয়ারের সেরা শুরুটা করলেন, প্রথম বলেই কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আউট করেন। এরপর তিনি রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ও মনীশ পান্ডেকে আউট করে নিজের তিন ওভারে ২৪ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন।
কী বললেন অশ্বিনী কুমার?
🦩প্রথম ইনিংসের পরে অশ্বিনী কুমার সাক্ষাৎকারে বলেন, ‘খুব ভালো লাগছে, শুরুতে একটু চাপ অনুভব করছিলাম, কিন্তু দলের পরিবেশ আমাকে বেশিক্ষণ সেই চাপ অনুভব করতে দেয়নি। শুধু একটা কলা খেয়েছিলাম, চাপ ছিল, তাই খুব বেশি খিদেও পাচ্ছিল না (হাসি)। কিছু পরিকল্পনা করেছিলাম, কিন্তু তারা আমাকে বলেছিল যে অভিষেক ম্যাচটা উপভোগ করতে এবং যেভাবে বল করে আসছি, সেভাবেই করতে।’
🧔 অশ্বিনী কুমার আরও বলেন, ‘হার্দিক ভাই আমাকে বলেছিলেন শর্ট বল করতে এবং ব্যাটারের শরীর লক্ষ্য করে বল করতে। পরিস্থিতি এমন ছিল যে সেটাই আমার জন্য উইকেট এনে দিল। আমার গ্রামে সবাই দেখছে, সবাই শুধু আমার অভিষেকের অপেক্ষায় ছিল। ঈশ্বরের কৃপায় আজ সুযোগ পেলাম।’
আরও পড়ুন … ꧃কে অশ্বিনী কুমার? IPL-এর অভিষেক ম্যাচের প্রথম বলেই রাহানেকে আউট করলেন! রিঙ্কু-রাসেলদের ফিরিয়ে KKR-র কোমর ভাঙলেন
শোয়েব আখতারদের ক্লাবে অশ্বিনী কুমার-
✱অশ্বিনী কুমারের আগে মাত্র তিনজন বোলার আইপিএল অভিষেকে চার বা তার বেশি উইকেট শিকার করেছিলেন। আলজারি জোসেফ (৬/১২, মুম্বই ইন্ডিয়ান্স), অ্যান্ড্রু টাই (৫/১৭, গুজরাট লায়ন্স) ও শোয়েব আখতার (৪/১১, কলকাতা নাইট রাইডার্স)।
ꦇ উল্লেখযোগ্যভাবে, অশ্বিনী কুমার আইপিএলে আসার আগে মাত্র চারটি সিনিয়র টি২০ ম্যাচ খেলেছিলেন, পাশাপাশি দুটি রঞ্জি ট্রফি ও চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। এটি তার কেরিয়ারের প্রথম ম্যাচ যেখানে তিনি চারটি উইকেট পেয়েছেন। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ৩/৩৭ (লিস্ট এ) এবং ১/১৯ (টি২০)।
আরও পড়ুন … ♚IPL 2025: কাব্য মারানের SRH-র হায়দরাবাদ থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার হুমকি! তেলেঙ্গানা সরকারের এন্ট্রি
আইপিএলে অভিষেক ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নেওয়া বোলাররা
আলজারি জোসেফ (মুম্বই ইন্ডিয়ান্স) ৬/১২ SRH ২০১৯
অ্যান্ড্রু টাই (গুজরাট লায়ন্স) ৫/১৭ RPS ২০১৭
শোয়েব আখতার (KKR) ৪/১১ DD ২০০৮
ꦫ অশ্বিনী কুমার (মুম্বই ইন্ডিয়ান্স) ৪/২৪ KKR ২০২৫
কেভন কুপার (রাজস্থান রয়্যালস) ৪/২৬ KXIP ২০১২
ডেভিড উইসে (RCB) ৪/৩৩ MI ২০১৫
আরও পড়ুন … ജIPL 2025 MI vs KKR: টসটা হেরে ভালোই হয়েছে… কেন এমন বললেন অজিঙ্কা রাহানে?
মাত্র ১১৬ রানে অলআউট KKR
🐷অশ্বিনী কুমারের স্বপ্নের অভিষেকে হতচকিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তারা মাত্র ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়, যা এই মরশুমের এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর।