দিন কয়েক আগেই উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এরই মাঝে বিমসটেক শীর্ষ সম্মেলনের নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসেছিলেন মহম্মদ ইউনুস। সেই ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেন ইউনুস। সেখানে দেখা যায়, দুই রাষ্ট্রনেতা গম্ভীর মুখে বসে আছেন। এদিকে শুক্রবার এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা আছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। এহেন পরিস্থিতিতে বিমসটের সম্মেলনের আগেই উত্তরপূর্ব ভারত নিয়ে বড় মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'বিমসটেকের অঞ্চলের মধ্যমণি উত্তরপূর্ব ভারত।' স্বল্প কথাতেই মোদী বুঝিয়ে দেন, উত্তরপূর্বের এই ৭ রাজ্য শুধু ভারত নয়, বরং বিমসটেক-ভুক্ত দেশগুলির শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। (আরও পড়ুন: ইউ𝔉নুসের উস্কানির আবহে উঠেছে বাংলাদেশ ভাগের দাবি, এরই মাঝে 'কাজ' শুরু ডোভালের?)
আরও পড়ুন: দিনহাটায় বিএসএফের গুলিতে নিহত ১ পাচারকারী, উদয়নের 'অন্য দাবি' ঘি꧑রে꧟ বিতর্ক
এদিকে বাংলাদেশি মিডিয়াতে দাবি করা হচ্ছে, ৪ এপ্রিল ব্যাঙ্ককে দ্বিপাক্ষিক বৈঠকে নাকি বসবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে প্রথম আলো এবং অন্যান্য আরও সংবাদমাধ্যম তাদের রিপোর্টে দাবি করেছে, একান্ত বৈঠকে মুখোমুখি হবেন মোদী এবং ইউনুস। এদিকে আজকে নৈশভোজ চলাকালীন মোদী এবং ইউনুস কুশল বিনিময় করেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (আরও পড়ুন: লোকসভার পর রাজ🅺্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল, ভোররা🅰তের ভোটভুটির ফলাফল কী?)
প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকেই মোদীর সঙ্গে ইউনুসের একান্ত বৈঠকের আবেদন জানানো হয়েছিল। সেই বিষয়টি নিয়ে অবশ্য প্রাথমিক ভাবে ভারত সরকারের তরফ থেকে নিশ্চিত ভাবে কোনও জবাব দেওয়া হয়নি ঢাকাকে। বৈঠক নিয়ে একপ্রকার ঝুলিয়েই রাখা হয়েছিল বাংলাদেশকে। এরই মাঝে ইউনুসের 'সুর' বদলেছিল অনেক ক্ষেত্রে। এমনকী ঢাকার তরফ থেকে দাবি করা হয়েছিল, চিন সফরে যাওয়ার আগে ইউনুস ভারত সফরে আসতে চেয়েছিলেন। তবে সেই বিষয়ে দিল্লির তরফ থেকে সাড়া পাওয়া যায়নি। এরই মাঝে সম্প্রতি চিন সফরে গিয়ে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলি নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন ইউনুস। যদিও পরে ঢাকার তরফ থেকে দাবি করা হয়েছিল, ইউনুসের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। (আরও পড়ুন: শুল্ক ছুরিতে রক্তাক্ত US শেয়ার বাজার, কেন নাসডাক পড়ল ৬%, ডাও জোনস ১৬ꦚ৭৯ পয়ে𝓡ন্ট?)
আরও পড়ুন: বন্ধুদে🍷র খেপিয়েছেন ট্রাম্প, USA-র বিরুদ্ধে পদক্ষেপ কানাডার, বড় ঘোষণা ম্যাক্রোঁর
উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, চিন সফরে উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনুস। তিনি নাকি বলেছিলেন, 'উত্তর-পূর্বে ভারতের সা꧋তটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চিনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।' এই পরিস্থি🍰তিতে উত্তরপূর্ব ভারত নিয়ে নরেন্দ্র মোদীর সাম্প্রতিকতম মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।