'৩ দিন আগেই পহেলগাঁও জঙ্গি হামলার খবর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তাই জম্মু ও কাশ্মীর সফর বাতিল করেছিলেন।' এমনই বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।গত ২২ এপ্রিল পহলেগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে প্রত্যাখ্যাত করার রব উঠেছে সর্বত্র। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্ট্রাইক করেছে ভারত সরকার। দোষী এবং তাদের সমর্থনকারীদের কঠোরতম শাস্তির কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। এই আবহে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জঙ্গꦍি হামলার দায়ী চাপাতে মরিয়া খাড়গে।
আরও পড়ুন-মাওবাদী নির্মূলে সবচেয়ে বড় অভিযান! আইইডি বিস🌳্ফোরণে পা খোয়ালেন সিআরপি🅺এফ অফিসার
মঙ্গলবার রাঁচির এক সভায় কংগ্রেস সভাপতি বলেন, আমি সংবাদপত্রে পড়েছি যে যে ২২ এপ্রিল পহেলগাঁও হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। তাই তিনি কাশ্মীর সফর বাতিলকরেন । যখন গোয়েন্দা সংস্থাগুলি আপনাকে বলেছিল যে সেখানে যাওয়া ঠিক হবে না, তখন আপনি কেন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেননি๊?' খাড়গের কথায়, 'সরকার স্বীকার করেছে যে পহেলগাঁওয়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের উপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে﷽ছিল। গোয়েন্দাদের ব্যর্থতা এখানেই। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, 'আমাদের প্রশ্ন হল আপনি যখন জানতেন, তাহলে কেন সঠিক ব্যবস্থা করা হয়নি?'
অন্যদিকে, কংগ্রেস সভাপতিকে এই মন্♒তব্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। খাড়গেকে নিশানা করে বিজেপির মুখপাত্র সিআর কেশবন বলেন, 'তিনি আধুনিককালের মীর জাফরের মতো বিশ্বাসঘাতক ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার বিষাক্ত, ভিত্তিহীন ক্ষোভ অত্যন্ত নিন্দনীয়। খাড়গের মন্তব্য ক্ষমার অযোগ্য। তাকে স্পষ্ট করে বলতে হবে যে তিনি এই ধরণের আপত্তিকর মন্তব্য করার জন্য কোথা থেকে তথ্য পেয়েছেন।'
আ♉রও পড়ুন-মাওবাদী নির্মূলে সবচেয়🦂ে বড় অভিযান! আইইডি বিস্ফোরণে পা খোয়ালেন সিআরপিএফ অফিসার
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল কাশ্মীরের কাটরা-শ্রীনগরগামী ট্রেন উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। তার আগেই বড় কোনও হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের। যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয়। রেলের তরফে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এই জোড়া ঘটনাকে হাতিয়ার করেই কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি। অন্যদিকে, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানকে প্রত্যাঘাত নিয়ে বিরোধীরা একজোট হয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল।সেই সময় মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, সঙ্কটের পরিস্থিতিতে তাঁরা রাজনীতি করতে চান না। কিন্তু গত শনিবার সেই বিরোধীদেরই কটাক্ষ করেছিল🌺েন প্রধানমন্ত্রী মোদী।