‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের মাঝেই ইডেনে হঠাৎ-ই বোমাতঙ্ক। বুধবার (৭ মে) কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে দুপুরের দিকে সিএবি-তে একটি উড়ো ই-মেইল আসে। অনামী সেই ই-মেল আইডি থেকে আসা মেইলে হুমকি দেওয়া হয়েছিল, ইডেনে বোমা রাখা আছে। উড়িয়ে দেওয়া হবে কলকাতার গর্ব ইডেন গার্ডেন্সকে। এই মেইল পাওয়ার পরেই বাড়ানো হয় ইডেনের নিরাপত্তা। বিশেষ করে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই মেইল চিন্তা বাড়িয়ে দেয় সিএবি কর্তাদের।
কেকেআর-সিএসকে ম্যাচ চলাকালীন এই মেইলের সত্যতা স্বীকার করে নিয়েছেন খোদ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘একটা ই-মেইল এসেছে। এই মেইল পাওয়ার পর আমরা কোনও ঝুঁকি নিতে চায়নি। পুলিশের সঙ্গে যোগাযোগ করি। ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
‘অপারেশন সিঁদুর’-এর পর এটিই ছিল আইপিএলের প্রথম ম্যাচ। কেকেআর বনাম সিএসকে ম্যাচ শুরুর আগে ভারতীয় সেনাকে বাহবা জানিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হয়। দুই দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে সম্মান জানান সেনাবাহিনীকে। এর মাঝেই বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু ইডেন নয়, শোনা যাচ্ছে অমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বোমা রাখার হুমকি ই-মেল এসেছে। যদিও সেখানে আবার আইপিএলের ম্যাচ রয়েছে ১৪ মে।
আরও পড়ুন: IPL-এ বিরাট রেকর্ড গড়লেন স্কাই, সচিনের নজির চুরমার করে ইতিহাস লিখলেন MI ব্যাটার
এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধের বাতাবরণের মধ্যে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি সিএবি। অন্যান্য ম্যাচের তুলনায় বুধবার ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সিভিল ড্রেসে প্রচুর পুলিশ ছিল। প্রত্যেক ম্যাচের আগেই স্নিফার ডগ দিয়ে গোটা স্টেডিয়াম পরীক্ষা করানো হয়। কেকেআর-সিএসকে ম্যাচে নিরাপত্তা আরও আটোসাঁটো ছিল। ম্যাচ শুরুর আগে ডাকা হয় বোম স্কোয়াডকেও। বিকেল পাঁচটা নাগাদ গোটা স্টেডিয়াম, ড্রেসিংরুম, সিএবির অন্দরমহল, প্রেস বক্স থেকে শুরু করে পার্কিং জোন খুঁটিয়ে পরীক্ষা করা হয়। প্রত্যেক গ্যালারিতে এদিন পুলিশের সংখ্যা দ্বিগুণ ছিল।
মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। পহেলগাঁও-এ জঙ্গিরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা এভাবেই নিল ভারত। প্রসঙ্গত, মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করেছিল। ভারতীয় সেনাদের সেই অভিযানের পোশাকি নামই হল ‘অপারেশন সিঁদুর’।