বায়োস্কোপ News in Bangla Live: 'দাগি'র প্রথম গানে রোম্যান্টিক মুডে নিশো–তমা! প্রকাশ্যে ‘একটুখানি মন'
অ্যাকশন ড্রামা নিয়ে ফিরছেন আফরান নিশো! একেবারে লুকে অন্য লুকে 'দাগি'তে নজর কাড়তে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক। কিছুদিন আগেই প্র🐼কাশ্যে এসেছিল ছবির টিজার ও মুক্তির দিনক্ষণ। এবার প্রকা𓆏শ্যে ছবি গান রোম্যান্টিক গান ‘একটুখানি মন’।
বায়োস্কোপ News in Bangla Live: ‘সবার সামনে বলব…,’ নুসরতকে কী বলতে চলেছেন যশ? নায়কের পোস্ট ঘিরে রহস্য
টলিউডের অন্যতম রিয়েল এবং রিল লাইফ হিট জুটি যশ ও নুসরত। একসঙ্গে উপহার দিয়েছেন একাধিক ছবিও। তবে এবার স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সামনেই নুসরতকে ট্যাগ করে যশ লিখলেন, 'তোমায় কিছু কথা বলার ছিল'! তারপর নুসরত যা কꦗরলেন।
বায়োস্কোপ News in Bangla Live: Manosi Sengupta: সদ্য মা হয়েছেন মানসী সেনগুপ্ত, হাসপাতালে হাজির ছোট্ট দিদি তুহু, ভাইকে দেখে কী বলল সে?
- মানসী মেয়েকে প্রশ্ন করেন, ‘কাকে দেখতে এসেছো, মাকে না ভাইকে? সত্য়ি কথা বলো।’ উত্তরে ছোট্ট তুহু আঙুল দেখিয়ে বলে, ‘তোমাকে..।’ মানসী মেয়েকে জিগ্গেস করেন, ‘কালকে ভাইকে দেখে তোমার কী ফিল হল?’ ছোট্ট তুহু বলে, ‘আমিতো বুঝতেই পারছিলাম না যে ওটা আমার ভাই, এত ছোট।’